আমার হৃদ-বেদীতে বস চলে যেও না
চলে গেলে এ জীবনের মূল্য রবে না।
তুমি আমার জপের মালা জীবন সাধনার
তুমি বিনে এ জীবনে সাধন হবে না।
তুমি আমার কেবল দিশা যত কামনার
তুমি ছাড়া এ জীবনে কোন কাজ রবে না।
তুমি আমার চাওয়া-পাওয়া সকল জীবনের
সব জীবনে রেখো সাথে, ছেড়ে থেকো না।
ছেড়ে দিলে এ জীবনের মূল্য রবে না
তাই, হৃদ-বেদীতে বস তুমি চলে যেও না।