ঐ চরণে আমার মুক্তি প্রতিক্ষণে।
মনের যত আবদ্ধতা-
মুক্তি যে পায় তাঁর চলনে।
জীবনে জীবনে বেভুল চলনে
জীবনে জমেছে বহু জটিলতা
বৃত্তির ঘোরে আবৃত্ত হয়ে
সংকীর্ণতায় জীবন ভরা
সুখ, শান্তি, আনন্দ সেথা অলীক স্বপ্ন
একাকীত্ব যেন বাস্তবতা।
প্রেমিক মানুষের পরশে দেখি –
ভোরের মত, আঁধার গিয়াছে সরিয়া
যতই তাঁকে আপন করে নিই
জীবনে ফিরে পাই সহজতা।