যেখানে দয়াল আমার
বসে আছেন শ্বেত আসনে
সেখানে তো যেতেই হবে
প্রভু-প্রিয়ের দরশনে।
গুরুর নৌকায় চ’ড়ে ব’সে
নামের বৈঠা টেনে টেনে
ব্যাকুলতার পাল চড়ায়ে
দয়াল ধামে যেতেই হবে।
প্রভুর পরশ পেয়ে তবে
জনে জনে যেচে যেচে
নাম-সুধা বিলিয়ে পরে
প্রেম-ফুল ফোঁটাতে হবে।