প্রবাহিত তোমার সুরের তানে
একদা করিলে মোরে সৃষ্টি
দয়া করে তুমি আপন হাতেতে
জ্বালিয়ে দিলে হৃদয় প্রদীপের দীপটি।
এ দীপের আলো ভাস্বর হয়ে উঠুক
আনুক দর্শনে শুদ্ধ দৃষ্টি
দেখবো আমি সবার মাঝে
ভুবন-বিকরিত তোমার জ্যোতির্ময়ী রূপটি।
আমার এ চিত্ত সকল বর্ণ ত্যাগী
শ্বেত ফুলের মত হোক উপযুক্ত
তোমার সৌরভ বিকীর্ণ করি'
শ্রী-চরণ সেবায় থাকুক নিযুক্ত।
আমার জীবন-পাত্রের সেবা ও ভক্তিতে
অটুট নিষ্ঠা জাগায়ে দাও
যেন ফুটাতে পারি শ্রীমুখের হাসি
আশীর্বাদ কর ওগো দয়াময়!