পথের পাথরে রাখিয়াছ মন, দেখিয়েছ অনুভুতি,
ফেলিয়াছ চোখের জল, ধন্য ধন্য কবি, ধন্য তোমারে।
কোথায় ছিলাম মোরা দরদী, প্রতিবাদী কবি-
যখন ক্রুশবিদ্ধ হয়েছিল প্রেমিক মানুষ জেসাস ক্রাইস্ট।
নারায়ণ শিলা, ভক্তের ধন, সেও পাথর,
মন্দিরের বিগ্রহ- সেও পাথর,
হীরা, চুন্নি, পান্না - সেও পাথর;
শুধু পাথর বলে হেলার পাত্র- বলি কেমনে,
এ পৃথিবীতে কেউ ছোট নয়, কেউ বড় নয়,
মূল্য অর্শে তার কাজের উপর,
যে যেমন প্রয়োজনে আসে, সম্মান হয় তার উপর॥