আমি বাঁচতে চাই, আমি বাড়তে চাই,
চিরদিন অমর হয়ে থাকতে চাই।
তাইতো আমি লেখা-পড়া, খেলা-ধুলা, গান-বাজনা, কত কিছু করে যাই।
আমি বাঁচতে চাই, আমি বাড়তে চাই ...।
তাইতো আমি চাকরিবাকরি, ব্যবসা আদি কত কিছু করে যাই।
আমি বাঁচতে চাই, আমি বাড়তে চাই ...।
তাইতো আমি বিয়ে আদি যত সংস্কার মেনে যাই।
আমি বাঁচতে চাই, আমি বাড়তে চাই ...।
তাইতো আমি পরশীদেরে সেবাযত্ন করে যাই।
আমি বাঁচতে চাই, আমি বাড়তে চাই ...।
চিরদিন অমর হয়ে থাকতে চাই।
সবার মাঝে চিরদিন থাকতে চাই।