আমার মা একটি ফুল
আমার বাবাও একটি ফুল
ভ্রমর কুলের গুঞ্জরনে
আমিও একটি ফুল
বিধাতা তুমি কি মধুর।
আমার মা একটি সুর,
আমার বাবাও একটি সু্র,
গায়কের কণ্ঠে দেখি
আমিও একটি সুর;
বিধাতা তুমি কি মধুর।
ফুল, সুর সব তোমারে
করি নিবেদন-
অনুরাগী সব প্রসাদ পেয়ে
হরষিত মন;
বিধাতা তুমি কি সুন্দর।