শীতের শুষ্কতা ও বসন্তের খরা কে সাথে নিয়ে
গ্রীষ্মের প্রচন্ড উত্তাপ যখন দহন জ্বালা সৃষ্টি করে,
তখন সবাক-নির্বাক সকলের মাঝ থেকে যেন
একটিই রব উঠে- চাই পরিবর্তন;
কখনও তা সৃষ্টি করে আলোড়ন
আবার কখনও বা ইতস্ততঃ বিশৃঙ্খল।
আসে পরিবর্তন- দেখা দেয় ঘন কালোমেঘ সারা আকাশে,
উথাল- পাতাল পাগলা হাওয়া,
গুরু-গুরু, গুরুম্-গুরুম্, করাট্-করাট্ বজ্র গর্জন,
ব্যথা লাগা বৃষ্টির সশব্দ পতন,
আবার কখনও বা ছোট-বড় শিলার নিক্ষেপ,
সকলে ব্যস্ত হয়ে পরে খুঁজে পেতে নিশ্চিত আশ্রয়-
এ যে গ্রীষ্মের বরষণ।