কোন সেবা সাধনায় ব্রতী হয়ে বিধি
সৃজেছিল তোমায় ওগো সবুজরানী
প্রতিক্ষণে তুমি এত প্রয়োজন-
উপেক্ষা করি তোমায় কেমনে।
প্রাণবায়ু অক্সিজেন দিতেছ অহরহ-
বিষাক্ত অঙ্গারজান তুমি শুষি লহ।
ক্ষুধায় খাদ্য দিয়ে কর ক্ষুধার মোচন
ঔষধ, পথ্য দিয়ে কর রুগীরে রক্ষণ।
ঘরদোর, আসবাব হয় তোমার কাষ্ঠেতে
তোমাথেকেই পাই মোরা
পোশাকের তন্তু আর নানা প্রসাধনী
বিলাও অকাতরে যত ইন্ধনের জ্বালানী।
শিকরের শক্ত জালে ধরনীরে ধরে রেখে
রোধ কর ভূমি ক্ষয়-
মেঘেরে আকর্ষণ ক'রে, বৃষ্টি ঝরায়ে
ধরণীরে রাখ তুমি স্নিগ্ধ সুশীতল।
সবুজরানী, ওগো নীরব সেবিকা সত্তা!
চির কৃতজ্ঞ আমি তোমার উপর;
প্রতিজ্ঞা মোর, তোমার প্রতি
সদা প্রযত্ন র'ব, সবারে করিব অনুরোধ।