পরিপূরক
পুরুষ নারী সমান সমান
যেমন ঢেউ-এর থাকে দুটি তল
একে অন্যের পরিপূরক হয়ে
এগিয়ে চলে নদীর জল;
জীবন চলা সার্থক হয়।

উত্থানেরই পতন আছে
পতনেই থাকে ওঠার শক্তি
উত্থান পতনে বিরোধ হোলে
খেই হারাবে চলার গতি;
মরণ গতি প্রাপ্ত হয়।

উৎসে সংযোগ থাকলে পরে
চিরস্রোতা হয় নদী
বাধা বিঘ্ন হেলায় ঠেলে
ধরে রাখে অবাধ গতি;
মহাসমূদ্রে মুক্ত হয় ।

উৎস-সংযোগ চ্ছিন্ন হোলে
সঙ্কীর্ণ অহঙ জেগে ওঠে
পরস্পরে বিরোধ হয়ে
চলার গতি স্তব্ধ করে,
জন্ম-জীবন ব্যর্থ হয়।

মাতা, পিতা, আদর্শ পুরুষ
মানবকূলের উৎস ভূমি
তাতে সজাগ থাকলে পরে
জীবন চলে বৃদ্ধি চুমি;
জীবন আনন্দে সার্থক হয়।