নারী চিরকালই সুন্দর, পবিত্র।
তাকে কলঙ্কিত করা যায় না।
তাকে অপমান করা আর মাটীকে অপমান করা একই কথা।
তবে অপমানকারী তার প্রতিদান হিসাবে শাস্তি পাবার জন্য প্রস্তুত হতে থাকে।
নারী ছাড়া জগত সংসার অচল-
পুরুষ স্ট্যাটিক ফোর্স হলে নারী ডায়নামিক-
দুয়ে মিলে বহমান জগত সংসার,
আবার উভয়কে তৈরী করে নারী- মাতৃ শক্তি।
তাই মাতৃশক্তি সর্বত্র পূজিতা-
তাইতো দুর্গা পূজা।
(২৪.১০.২০, মহা অষ্টমী)