নারী ও পুরুষ - উভয়কে নিয়েই সংসার -
চলছেও তা অনাদিকাল থেকে
নিত্য বহমান হয়ে।
নারী নিয়তই সৃষ্টি রচনায় মুহ্যমান,
সৃষ্টি সম্পোষনায় নিমজ্জমান,
তাইতো সে মিতভাষী, মিষ্টভাষী -
লোকে তাই বুঝি ভাবে সে অবলা।
পুরুষ যাই জোটাতে পারে,
তাই দিয়েই সে গাছের পাতার মত
পোষণ উপযোগী করে সকলের পোষণ দেয়,
তাকে যাই দেওয়া যায়,
তাই জীবনীয় করে ফিরিয়ে দেয়,
এমন অবলা নারীকে
অপমানে ক্ষিপ্ত করে তুলে
যদি বাঙ্ময় করে তোলা যায়,
সে যদি সৃষ্টি ও স্থিতি রচনার
গোপন কোঠা থেকে বেরিয়ে আসে
তাকে ঠেকানো মহা মুশকিল,
সে তখন আপন-পর ভুলে গিয়ে
মহা লয়ে প্রবৃত্ত হয়, তখন
শিব শম্ভুর মত পুরুষকে
তার পদানত হতে হয়,
সংসারকে ধরে রাখতে;
নারী তাই সবলা হয়েও অবলা।