গাছে গাছে আসছে যে ঐ
কচি সবুজ পাতা
নানা রঙের ফুল ফুটে ঐ
বাড়ায় গাছের শোভা
কাহার আগমনে?
মাঠে মাঠে ধান পেকে ঐ
মাঠ হয়েছে হলুদ
কৃষকেরা গান করে ঐ
ঘরে আনে ধান
কাহার আগমনে?
সকাল সকাল স্নান সেরে ঐ
নতুন বস্ত্র পরিধান
ফুলের ডালি সাজিয়ে ঐ
শাঁখের আহবান
কাহার আগমনে?
কেউবা করে পূজা কীর্তন
কেউবা বিহুর তালে নাচ
কাউবা ভাঙ্গরা নৃত্য করে
সবাই আনন্দে বিহ্বল
কাহার আগমনে?
রকমারি মিষ্টি সাজায়
হরেক রকম ব্যঞ্জন
খেয়ে, খাইয়ে আনন্দ করে
যেন সহজ উৎসব
কাহার আগমনে?