জগত সংসারে অনন্ত সৃষ্টি
স্রষ্টার কথা কেবা জানে
লাভ কিবা তাকে জেনে
নিরাকার যাকে বলে।
মোদের সৃষ্টির মূলে যাঁরা
মোদের লাগি কম কিসের
জন্ম থেকে জ্ঞান অবধি
রাখেন কি তাঁরা কোন হিসেব?
সকল স্রষ্টারই এমন দরদ
তবুও হয়না সকলে কৃতী
মাতা পিতায় অটুট টান
করে তাকে জীবনে কৃতী।
সকল শিশুরই মাতাপিতায়
দেখা যায় সহজ টান
দেওয়া-নেওয়ার সহজ শিক্ষায়
বাড়ে ক্রমেই সেই টান।
পিতামাতায় ভক্তি অটুট
ব্যক্তিত্ব অর্জনের বুনিয়াদ
প্রাতিষ্ঠানিক যত শিক্ষা
বাড়ায় জ্ঞানের অলংকার।
ঘরের শিক্ষাই গড়ে ভিত
তাইতো আসল ঘরের শিক্ষা
মাতাপিতাই দরদী শিক্ষক
গড়তে ভিত চমৎকার।
এমনি করে ঘরে ঘরে
মনুষ্যত্বের হোলে বিকাশ
যৌবনে তারা এনে দেবে
স্বাধীনতার আসল স্বাদ।