মা
মাগো তুমি জন্ম দিয়েছ
পালন করেছো তুমি
কতো না কষ্ট দিয়েছি তোমায়
তবু সোহাগ ছাড়নি তুমি।
কোন বিধানে তোমায় সৃজেন বিধাতা
কেবল তিনিই জানেন অন্তর্যামী।
মা গো যখন ছোট্ট ছিলাম আমি
ভেবেছিলাম মা আমি তোমারি
খাওয়াতে তুমি, স্নানেতে তুমি
খেলাতে তুমি, পড়াতে তুমি।
তুমি ছাড়া যেন সকলি আলুনি
ভরষা নিয়ে কেবল মা মা ডাকি।
মা বলা শিখায়েছো তুমি
যেন মাতৃ মন্ত্র দিয়েছো মোর কানে
বাবার বক্ষে দিয়ে মোরে
পিতৃ-মন্ত্র শিখিয়েছ যতনে।
তোমাদের ছত্র ছায়ায় কেমন অজান্তে
হয়েছি আজ যেন পূর্ণাঙ্গ আমি।
আজ যখন হয়েছি বড়
কেন মা মনে হয় আমি স্বাধীন।
তোমার ইচ্ছা কি মা এমনি ছিল
অধীনতা থেকে হতে মুক্ত, করতে স্বাধীন।
মাগো যতই মুক্তি দাও মোরে,
ভরসা-শক্তি পেতে হই তোমারি অধীন।
6.10.19 অষ্টমী, রাত 7 টায়।