শুধু জন্ম দিলেই হয়না মাতা
আইনশাস্ত্র যদিও বলে তা’
লালন-পালনে বিকাশ ঘটালে
অন্তরে পায় তৃপ্তি সুধা।
স্বাভাবিক সন্তান সদাই সুন্দর
ক্ষণে ক্ষণেই নতুন শোভা
মমত্ব বোধও বাড়ায় ক্রমে
বাড়েই যে তার নিবিড়তা।
অকারণে যখন কান্না করে
উদবিঘ্ন হয়ে উঠে মায়ের প্রাণ
তন্ন তন্ন ক’রে কারণেরে খোঁজে
দশভূজা হয়ে করে যে ত্রাণ।
এমন ভালবাসা যায় না দেখা
সৃষ্টি মাঝে ত্রিভূবনে
সন্তানের হাসিতে গর্বিত হন
সকল কর্ম তার হাসির তরে।
সন্তান-মায়ের এমন প্রেম
যেন অমরার আশীর্বাদ
শান্তি-বারি বিলায়ে যেন
মর্তের যন্ত্রনা করে লাঘব।
ঈশ্বর পরম করুণাময়
মাকে দিয়েছেন ঘরে ঘরে
সেবা দিয়ে রাখলে খুশি তারে
খুশি করা হবে পরমেশ্বরে।