সবার হাতে বাদ্য যন্ত্র, সবাই ধরে গান,
পল্লী মায়ের কথা কয়, ল'য়ে ইষ্ট নাম
এ যে পল্লি-গান, এ যে প্রাণের গান ।
ধান বোনারই কথা এ যে, ধান তোলারই গান
আনন্দেরই সহজ প্রকাশ, সহজিয়া গান
যে শোনে সে-ই করে, এইতো পল্লী গান।
শুক-শারীর কথা আছে, আছে টুনা-টুনির কথা
জীবন-সিড়ির ধাপেধাপের প্রেম-বিরহের কথা।
সবার প্রাণে সারা তোলে এই পল্লিগীতির তান।।