সৃষ্টির প্রারম্ভে সৃষ্টির ভাব-
তারপর সৃষ্টির প্রথম নাদ-
ক্রমে ক্রমে অন্য সকল শক্তি,
তারপর জড় ও জীব;
জীবের প্রথম প্রকাশ-
ভাইরাস, ব্যাকটেরিয়া, এমিবা
তারপর ক্রমে ক্রমে
নানা জীব, জন্তু ও শেষে মানুষ।
লক্ষণীয় এই যে,
পূর্ববর্তী পরবর্তীতে স্থান পায়
কিন্তু পরবর্তী পূর্ববর্তীতে স্থান পেতে পারে না।
মানুষের মাঝে পূর্বের সকল সৃষ্টিই
কোন না কোন ভাবে অবস্থান করতে পারে
এবং মানুষ তার কাছ থেকে সেবা পেয়ে যায়।
কিন্তু মানুষ তার পূর্ববর্তীর ভিতর
অবস্থান করতে পারে না।
তবে মানুষের পরবর্তী পর্যায় কি
এবং কিভাবেই বা তার অভিবর্তন?
আবার কেনই বা
পূর্ববর্তী পরবর্তীকে অধিকার করে
সেবার পরিবর্তে ঘায়েল করে তোলে?