‘কোরনায়, ভয় করোনা’
এ কেমন কথা?
ভয় কি করবো ভগবানে
যিনি পরম দয়াল!
কত ক্ষয় হয়েছে মানুষের
আঁধার ভবিষ্যৎ,
সকল শক্তি প্রয়োগ করে
তাকে করতে হবে বশ।
ভাইরাল জ্বরের নাই চিকিৎসা
নির্দিষ্ট সময়ে এমনি সারে
প্রাণ তারাই হারায়
ইমিউনিটি যাদের কম থাকে।
ভ্যাক্সিনেশনই মূল প্রিভেনশন
যতক্ষণ নাই তার দেখা
সংক্রমণ এড়ানোই বিচক্ষণতা
এ ছাড়া আর কি কথা?
মানুষ নিজেকে ভালোইবাসে
সচেতনতার চাই বহুল প্রচার
তথ্য-নিষ্ঠ প্রচার হলে
মানবে ক’রেও কষ্ট স্বীকার।
এতেও যদি কাজ না হয়
অবুঝ রকমে চলে
তারণ, পীড়ন অবশ্য প্রয়োজন
সকল মানুষের স্বার্থে।
এ করতে যদি হয় ব্যর্থ
উল্লঙ্ঘন করে রণনীতি
প্রতিবাদী কণ্ঠ হবে যে সোচ্চার
ধিক্কার জানাবে প্রকৃতি।
এমন অবস্থা এই নয় প্রথম
আসিয়াছে বহুবার
প্রকৃতির নিয়মে চলে যারা
জয়ের আনন্দ তারাই পায়।
গবেষক, চিকিৎসক স্রষ্টার বাহন
সৃষ্টি রক্ষাই তাদের কাজ
তাদের সিদ্ধান্ত জীবন-স্বার্থী হলে
তাদের কথাই অমৃত সমান।
ঈশ্বরই সৃষ্টির মূল উৎস
ভগবান তাঁর ব্যক্ত রূপ
তাঁর বিধানে, প্রকৃতির নিয়মে
হয় না কখনোও কোন বিরোধ।
তিনি পরম করুণাময়
প্রতি সৃষ্টিতে মমত্ব বোধ
জীবের কষ্টে তাঁর যে কষ্ট,
সকলের আনন্দে, আনন্দ-বোধ।
৮-৫-২০