আল্লাকে ভালোবাসিও...
খোদা-আল্লা, ঈশ্বর-ভগবান
একি কথা জানিও।
খোদা এক, ঈশ্বর এক
নাই তুলনা, অদ্বিতীয়।
তিনি মোদের জীবন জেনো
সকল গুনের আধার
খোদ মালিক কেবল তিনি
তাঁকে ভালোবাসিও।
খোদা জেনো জ্ঞানের মত
নাইতো কোন ঠিকানা
পয়গম্বরে বিকশিত
তাঁকে স্বীকার করিও।
যুগে যুগে আসেন তিনি
সহজ মানুষ হয়ে
আল্লার বান্দা, মানুষ প্রিয়
তাঁকে ভালবাসিও...।
26.6.17 at 8-15 am