পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে,
ঘোরে চন্দ্র আদি সবে
আপন তালে সবাই চলে
কেউ রয় না থেমে।
পলাশ ফোটে বসন্ততে
শিউলি শরত কালে
সকল ঋতু আসে যায়
কেউ রয় না বসে।
জীবন চলে আপন তালে
চলে জন্ম-মৃত্যু-বিয়ে
কারও অপেক্ষায় কেউ থাকেনা
চলে আপন তালে।
তালে তালে তাল মিলিয়ে
চলা-ই প্রকৃতির ছন্দ
এমন চলাই দিয়ে থাকে
জীবনে অমল আনন্দ।