কেন্দ্রীয় চলন


জীবনগতির দুটি দিক-

বেঁচে থাকা ও বেড়ে ওঠা-

একটি নিজেকে নিয়ে আবর্তিত হওয়া-

আহার, নিদ্রা, ভয়, মৈথুন ও অস্মিতা নিয়ে-

পৃথিবীর আপন অক্ষে ঘুরতে থাকা আহ্নিক গতির মত-

অন্যটি পৃথিবীর সূর্যের চারিদিকে পরিক্রমা রত বার্ষিক গতির মত-

যেখানে থাকে ঋতু পরিবর্তনের প্রভাবে নানা উত্থান-পতন, ঘাত-প্রতিঘাত-সঙ্ঘাত,

ভালোমন্দ নানা রকমারি পরিস্থিতি-

যার উত্তরনে পাওয়া যায় জ্ঞান, অভিজ্ঞতা ও বোধ- যা বেড়ে ওঠার অভিজ্ঞান।

পৃথিবীর উপর চলতে থাকা নানা বিপর্যয়কে সহ্য করে,

কোন দিকে বিচ্যুত না হয়ে আপন কক্ষপথে সাম্যগতিতে চলা কেবল সম্ভব-

সূর্যের প্রতি তার অকাট্য অভিকর্ষ বল বা টানের জন্যই।

২২.৫.১৮, রাত ১০টা।