সমস্যা আসবে, যাবে-
কেউ, কিছুই একভাবে চিরদিন থাকে না-
সমস্যা যখন ভয়াল-
সকলেই যখন পীরিত, স্তম্ভিত-
প্লাবনে বানভাসি যখন সকলেই,
তখন ফাঁকে ফাঁকে যখন যতটুকু
যে করুণ দৃশ্য দেখা যায়,
তা শুধু দেখাই যায়,
কিছুই করা যায় না,
কেননা আমিও যে বান ভাসি-
শুধু কারণ-পুরুষে
সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করা যায়
আর যারা ত্রাতা হয়ে বর্তমান,
তাদেরকে উৎসাহিত করা যায়;
আর চেষ্টা-যত্ন করে নিজেকে বাঁচিয়ে রাখা,
গল্প-কবিতা-শিল্পী মনকে লালন করে,
যতটা সম্ভব মনকে তাজা রাখা-
স্বাভাবিক ভোরের সূর্যকে দেখার আকাঙ্ক্ষায়।