কায়া কিনা কর্ম তরে
কি কর্ম করি?
কর্ম হেতু কর্ম করা
মায়ায় জড়ানো বৈকি।

গুরুই কিনা মুখ্য মোদের
তার ইচ্ছা পূরণই কর্ম
যার সাধনে জীবন অবাধ
হয়না মায়ায়  লিপ্ত।

গুরুমুখী চলনই ভক্তি
তা ছাড়া ভক্তির অর্থ?
একমূখী চলনায় আনে
অখন্ড ব্যক্তিত্ব।

রাজযোগ, কর্মযোগ
কিংবা ভক্তিযোগ
গুরুমুখী চলনে হয়
সাধন সকল যোগ ।

তাইতো সহজ পথ
গুরুমুখী চলন
সর্ব শাস্ত্রের এই কথা
বোঝে সচেতন।

বিবেকানন্দ, নিত্যানন্দ
অর্জুন, হনুমান
গুরু-ভক্তির উদাহরণ-
সকলেই মহান।
৭.৪.১৮ ইং