বুঝলিরে মন,
গুরুই আসল ভবে।
গুরুই কেবল দেবার মালিক
মোদের বড় দেখলে খুশি হন
সেকাল, একাল, সব কালেতে
তিনি মোদের আপন জন।
ঈশ্বর কিনা হন নিরাকার
গুরুই তাঁহার সাকার রূপ
আপন হাতে পূজলে গুরু
সকল আঁধার হয় যে দূর।
গুরুর নাম জপ বারবার
নামের সাথে রন তিনি
করলে কর্ম তাঁরই ভাবে
সিদ্ধি কি আর রয় দূরে।
গুরুর প্রসাদ হাতে পেয়ে
জনে জনে বিলাও সবে
প্রসাদ পেয়ে ধন্য হবে
আনন্দেতে নাচবেন মন।
(জয়গুরু জয়গুরু বলে)