যৌবন
গত চারদিন জ্বরের ঘোরে
কেমন করে সময় চলে গেল বোঝা গেলো না।
আজ রোববার। চেম্বার বন্ধ।
স্নানের আগে লুকিং গ্লাসে তাকাতেই দেখি
গোঁফের পাকা দাড়ি গুলো
এমন ভাবে বেড়ে গেছে যে
আমাকে যেন সজাগ করে বলছে,
খারাপ পেয়োনা বাছা, বয়স যথেষ্টই হয়েছে।
কিন্তু তাহলে কি?
যৌবন পার করে প্রৌঢ়ত্বে এসেছি।
যৌবনের মোহ কি ভোলা যায়।
তাই গোঁফ ছাঁটা কাঁচি দিয়ে
প্রথমে পাকা দাড়ি গুলো
গোরা থেকে কাটতে শুরু করি।
এ মা এরা সংখ্যায় যে অধিক।
জ্বরের পর দুর্বলতা হেতু
হাত ধরে আসে, পা ধরে আসে, মাজা ধরে আসে। মনে ভাব হয়,
প্রৌঢ়ে এসে যৌবন ধরে রাখা
বেশ কসরতি কাজ।
যৌবন যে জীবনমালার মধ্যমণি।