জীবন-প্রবাহ বহে নিত্য,
যেন নদীর ঢেউ
ওঠা নামায় চলে এগিয়ে
কত অজানা পথ।
জীবন-পথের কোথায় শেষ
জীবনও অনন্ত
একটি ঢেউয়ের মতোই যেন
জীবন মূহুর্ত কাল।
ঢেউয়ের পরে ওঠে ঢেউ
জীবনের পরেও জীবন
এ অবাধ খেলা চলছে অবাধ
একই যেন রকম।
সুখ-দু্ঃখ, বিরহ-মিলন
যেন ঢেউয়ের গঠন,
পতন-অঙ্কে শুয়ে থাকে
উত্থানেরি রকম।
কোন অবস্থায় আটকে যাওয়া
জীবনের নয় কাম্য
স্থির মনে এগিয়ে যাওয়া
জীবনেরই লক্ষ্য।
জীবনের এই তত্ত্ব শেখান
সকল মহাপুরুষ
যথার্থই তাঁরা আপনজন
শিরে বহে মানুষ।
৬/২/১৮