ওরা কারা!
কোন অদৃশ্য হাড়-মাংস লাগি
দাঁত-মুখ খিঁচে
সম্মুখ-সমরে?
তারি মাঝে
অবোধ করোনা
ন্যায়- অন্যায় নাহি বুঝি
সঙ্ক্রমণ করে।
আমরা বিবর্তিত জীব
দাম্ভিক অহঙ কিংবা অজ্ঞতার চাপে
মাথা নত করি
করোনার কবলে ফাঁসী।
উঠুক ঊষা
আলোকিত করুক ঘুচায়ে নিশা
জাগুক চেতনা
করুক যুদ্ধ জয়ের ঘোষণা।