পাওয়ার হাউস হোক না যতই বিশাল শক্তিশালী
তার সাথে সংযোগ না হোলে জ্বলবে কি মোর বাতি?
ঈশ্বর কি না, শাস্ত্র বলে, তিনি অসীম শক্তিধর
তাঁর শক্তিতে শক্তিমান হতে কি আছে মরকোচ।
ঈশ্বর তো নিরপেক্ষ, আমরা সবাই তাঁর আপন
তবে কেউবা কেন আছে দুঃখে, কেউবা করে সুখ-ভোগ।
মহাভারতের পার্থ-রথে যখন আসীন স্বয়ং কৃষ্ণ
জয়ের পর জয় ক’রে এগিয়ে চলেন বীর পার্থ।
পার্থ পুত্র বভ্রুবাহন থামিয়ে দেয় অশ্বমেধের বিজয় রথ
সেই যুদ্ধে কৃষ্ণ-বিহীন বীর-পার্থ, পুত্রের কাছে ব্যর্থ হন।
“কৃষ্ণস্তু ভগবান স্বয়ং” এইতো শাস্ত্রকারদের অভিমত
যুগে যুগে এমন পুরুষ চালক হিসাবে জন্ম নেন।
তিনিই মোদের জ্যান্ত চালক, ঈশ্বরের সাথে যুক্ত করেন
সর্বশক্তিমানের শক্তি বহাতে সুব্যবস্থা ধরিয়ে দেন।
তাইতো দয়াল বলেন সুরে-“অজপা নামে কররে নেশা”
অবিচ্ছিন্ন নাম জপ-ই, ক’রে তোলে শক্তি-স্রোতা।
“একমনে তোর, একতারাতে, একটি যে তার” সেইটি বাজে
জীবন রথ এগিয়ে চলে নির্বিবাদে অমোঘ পথে।
১৮/৮/২৩