ঘুড়ি ওরে, কত খেলে
যতক্ষণ বাঁধা নাটাইতে
সাঙ্গ হবে সকল খেলা
ছিন্ন হলে নাটাই থেকে।
ঘুড়ি-খেলায় সকলে
ঘুড়িকেই দেখে
নাটাই, সুতা, ঘুড়ি-চালক
সমান গুরুত্ব বটে।
ঘুড়ি, সুতা, নাটাই, চালক
সকলেই আলাদা সত্তা,
সঙ্গতিশীল দায়িত্ব পালনে
তবেই ঘুড়ি খেলা।
খেলাতেই জীবনে আনন্দ
তাছাড়া সার্থকতা কি
জ্ঞান, সাধনা, গবেষণা
আনন্দের চাবিকাঠি।