ওরা কারা তৃতীয় পক্ষ?
ইঁদুরের মত চপল, চঞ্চল, ধুরন্ধর -
অনিষ্ট সাধন করে যারা করে আহরণ।
ওগো গননেতা! শান্তি রক্ষাই যদি তোমার উদ্দেশ্য হয়,
তবে সনাক্ত কর তাদেরে,
আপন কব্জায় এনে নিয়ন্ত্রিত ভাবে কাজে লাগাও,
শুভ কাজে লাগিয়ে মঙ্গল কর তাদের,
মঙ্গল কর সমাজের,
গণনেতা থেকে হতে পার তুমি চিরন্তন নেতা গণপতি।