প্রকৃতিতে যে সুর বহমান
এসো মোরা সেই সুরে গান গাই।
কোথায় আরম্ভন, কোথায় আরোহন
কোথায় আলাপন, কোথায় সমাপন
এসো মোরা সেই ভাবে গান গাই।
গানের মাঝে আছে যে প্রাণ
আছে জীবন কথা
সেই ভাবটি ধ্যানে রেখে
কন্ঠে কেবল সাধা।
এসো মোরা সেই ভাবে গান গাই।
বেঁচে থেকে বেড়ে ওঠা
জীবনের চাওয়া-পাওয়া
যে যেমনই হোক না কেন
ওই সার কথা
এসো মোরা সেই ভাবে গান গাই।