দুর্বলতা যেন আকাশে থাকা মেঘ
যত্র তত্র ঘুরে বেড়ায়
সূর্যের আলোর প্রকাশে তেমন বাধা সৃষ্টি হয় না।
কিন্তু বিশেষ বিশেষ সময়ে
গ্রীষ্ম-বর্ষাকালের মত
ওরা সকলে একত্র হয়ে
কালো বর্ণ ধারণ করে সারা আকাশ ছেয়ে ফেলে,
তখন আর সূর্যের আলো দেখা যায় না,
অসময়ে আলোহীন-ত্রাসের অবস্থা হয়।
অবস্থা সংকটময় বুঝে, শান্ত বাতাস হঠাৎ চঞ্চল হয়ে ওঠে-
শুরু হয় পাগলাটে ঝড়ো-বাতাস,
শয়তান কালো মেঘকে ছত্রভঙ্গ ক’রে
বৃষ্টি ঝরায়ে সাফ করে দিয়ে
সূর্যের আলোকে দেয় আবার অবাধ গতি।
ঐ সময়-ক্ষণে অকালে কত যে
পাতা, ফুল, ফল, গাছ আছড়ে পরে তার ইয়ত্তা নেই।