বিশ্ব জুড়ে চলেছে আজ করোনার ত্রাস-
কেউবা আছে ঘরে বন্ধ,
কেউবা নিষেধ মানতে নারাজ
এরই মাঝে চলছে জীবন- ভয়ে, আশঙ্কায়
কেমন আজ সমাজ জীবন
কোনদিকে ধাবমান?
মৃত্যু মিছিল প্রায় বিশ্ব জুড়ে
শূন্যতে ঠেকেছে কর্ম জীবন
কেমনে ঠেকাবে করনার গ্রাস
এই নিয়ে সকলে কুপোকাত;
এরই মাঝে চুপি-সারে
পৃথিবী সেরেছে নিজের কাজ।
কল কারখানা বন্ধ থাকায়
নদীর জল হয়েছে নির্মল
যান চলাচল কম হওয়াতে
বায়ু হয়েছে মুক্ত, সরল।
এর প্রভাবে নিশ্চয় হবে
ওজন স্তরের ক্ষতের মোচন।
করোনা যেন দেখিয়ে দিল
মোদের সভ্যতার খাঁকতি
মানুষে মানুষে কোথায় ফারাক
কেন দুরভিসন্ধি
সভ্যতার অর্থ অহংকার নয়, কিংবা
অপরকে খাটো করে, নিজে বড় হওয়া।
সময় এসেছে পুনর্বিবেচনার-
সঙ্কীর্ণ স্বার্থ নয়, আত্মপ্রতিষ্ঠা নয়-
স্বার্থ হোক সবাকার ‘বাঁচা আর বাড়া’
সকল নীতি গড়ে উঠুক একে ভিত্তি ক’রে;
সকলকে সাথে নিয়ে
পূর্ণতার পথে চলা।