প্রকৃতিতে এমন বিধান
পরস্পর বিপরীতের অবস্থান
ভালো-মন্দ কিংবা ঊর্ধ্ব-অধঃ
সবটা নিয়ে সাম্য ভাব।

ঊর্ধ্ব দিকে গতি চাইলে
ক্রমে টানবে অধঃ
উপর দিকে লম্ফ দিলে
মাধ্যাকর্ষণ টানে স্বতঃ।

ঊর্ধ্বমুখী টান বেশী হোলে
অধঃমুখীর চেয়ে
তবেই উঠা ঊর্ধ্ব মুখে
যেমন রকেট আকাশে উঠে।

ঊর্ধ্ব-গতি যত বেশী
গতির মুখ তত খাঁড়া
গতির শক্তি কমবে যত
চলার মুখ তত বাঁকা।

পরস্পর বিপরীতের অবস্থান
ধরে প্রকৃতির সাম্য ভাব
প্রকৃতির এই রকম দেখে
ধরতে হবে আপন-ঠাঁট।