ঝিরি ঝিরি বৃষ্টি পরে
ঝিরি ঝিরি ঝিরি
বর্ষার পর শরত আসে
ধরাধরি করি
মেঘ-রোদ্দুর খেলা করে
যেন লুকোচুরি
তারি মাঝে বৃষ্টি পরে
ঝিরি ঝিরি ঝিরি।
একজন আসে একজন যায়
হাতে হাত রাখি
বিদায়-বরণ পালা চলে
দিয়ে কোলাকুলি,
মাঝে মাঝে বৃষ্টি পরে
যেন করতালি।
১৩-১০-১৮, রাত্রি ১০-৫০।