আপন আলো বিলায় যারা
তারা চির ভাস্বর
কলঙ্ক তাতে যায় না দেখা
যেমন দীপ্ত ভাস্কর।

আপন আলো না থেকেও
যারা বিলায় আলো অকাতরে
তারা হীরার মত চক চক করে
যেমন শিশির কণা দীপ্ত, ঊষার আলোতে।

সমান ভাবে আলো না ছড়ায়ে
কলঙ্ক ধরে চাঁদ
তবু মন্দের ভালো, কিছু সময় হোলেও
সহজ করে কালো রাত।

অমানিশার রাতে, ক্লান্ত পথিক
ভাবে মনে, চাঁদের আলো
কত স্নিগ্ধ, মনোরম
সূর্যের চেয়েও ভালো।

দয়াময় ঈশ্বরের খোঁজ মেলা ভার
তাঁর ভক্ত-ওলিকুল মোদের আপন
তাঁদের চলনে অভ্যস্ত হয়ে,
এসো মোরা তাঁর আলো ছরাই।
৭.১২.২৪।