অসার মাটিতে গাছ লাগালে
গড়ন-বাড়ন সবই ধীরে
জীবনী-শক্তি কম থাকাতে
অসুস্থতা লেগেই থাকে।
সার-মাটি দিলে পরে
বেড়ে ওঠে ফুলে ফলে,
সংক্রমণও কম হয়ে যায়
বহুজনের কাজে লাগে।
যেমন সার, তেমন গাছ
অপুষ্ট গাছে কিবা লাভ
যেমন সেবা, তেমনি কদর
প্রকৃতির এইতো নিয়ম।
সংখ্যা নয়, ক্ষমতা চাই
সার মাটির চর্চা চাই
কে কেমন কিসে বাড়ে
তেমনতর সাধনা চাই।
সেবামুখী বর্ধনা যত
নন্দনাও আসবে স্বতঃ,
ঈশিত্ব বোধ জাগবে ক্রমে
ঈশ্বরপ্রাপ্তি তেমনি হবে।
ঈশ্বর-সত্তা জ্ঞান স্বরূপ
সকল শাস্ত্রের এমন বচন
বিশেষ-ভাবে বিশিষ্ট হ’লে
ঈশ্বর-বিশ্বাস তাকে সাজে।