সেই যে আমার ছোট্টকালে
রূপ দেখেছি গাঁয়ের
যেন সোনার আঁচলঘেরা
আমার প্রিয় মায়ের।
দুপুরবেলা পুকুরঘাটে
গোসল করার আগে
গামছা সাবান লুঙ্গি নিয়ে
ছুটে যেতাম বাগে।
কিসের খাওয়া কিসের নাওয়া
ভুলে যেতাম সব
সব ছেলেদের সাথে মিশে
গল্প মেতে রব।
শেষ বিকেলে গোসল সেরে
ফিরতাম ধীরে ঘরে
কাঁপতো যে মন দুরু দুরু
মা’র বকুনি ডরে।
সেই গাঁ ছেড়ে আজকে আমি
অনেক অনেক দূরে
হৃদয় আমার পড়ে আছে
সেই না রশিদপুরে।