ছয়টি ছেলেমেয়ে নিয়ে
ঋতুপরিবার
গ্রীষ্ম হলো বড় ছেলে
রাগটা বেশি তার।
বর্ষামেয়ের চোখের জলে
ডোবা নালা ভাসে
শরৎ হলো রূপের রানী
রূপ ছড়িয়ে হাসে।
হেমন্তটা শান্ত ছেলে
দেখি তারে চুপ
শীতকে সবাই বুড়ি ডাকে
কনকনে তার রূপ।
বসন্তটা ঋতুর রাজা
ভালবাসার ধন
ফুল পাখিরা দোলা দিয়ে
মাতায় সারাবন