ঐযে দূরে কার মা জানি ঘুরছে উদাস মনে
হাঁটছে সাথে জীর্ণকায়ার কে যেন তার সনে!
কাছে গিয়ে বলি তারে কে হে তুমি মা!
তোমার সাথে দেখছি যারে এ কি তোমার ছা?
শুকনো মুখে বললো বুড়ি কুড়ি বছর পরে
কে বাবা তুই মা বলেছিস, আয়রে আমার ঘরে!
হাতটা আমার ধরলো চেপে শক্ত কঠিন হাতে
মায়াবী এক আদর ছোঁয়া পাচ্ছিলাম যে তাতে।
তার বাড়িতে নিয়ে বুড়ি বললো ওরে বোকা
তুইযে আমার হারিয়ে যাওয়া সেই আদুরে খোকা!
বুড়ির কথায় অবাক হয়ে তাকাই যে তার মুখে
হায় বুড়িমা’র মনটা ভরা কোন বিষাদের দুখে!
জানছি পরে, বুড়ির ছেলে কুড়ি বছর আগে
সন্ত্রাসীদের গুলি খেয়ে গেছে স্বর্গবাগে।
সেদিন হতে আর বুড়িকে কেউ ডাকেনি মা
দিন কাটে তার অনাহারে জীর্ণ কায়া গা।
ছেলের খোঁজে পথে পথে নাতিন নিয়ে ঘুরে
শোকে দুখে আজ বুড়িমা’র শান্তি বহু দূরে।