ঘাম রক্ত তৃষ্ণা মিশে যেত নিস্তরঙ্গ কঙ্কালসার দেহে
বুক প্রকোষ্ঠে দাউদাউ শলাকা
বেমানান প্রজাপতির ডানা, শুক্ল পক্ষের চাঁদ।
নদী এগিয়ে চলেছে, বিহ্বল বাতাস
মদের গ্লাসে বেদ প্রবচন।
করিডোরে রক্তাশ্রু মেঘ, নিঃশব্দ একাংক
প্লেটনিক রাত, কাষ্ঠ -যোনির মগজাস্র
প্রেমের অঙ্ক খুঁড়ে বেরিয়ে আসবে প্ৰত্যয়ন দুঃখরা।
বায়োপিক পথ ও সড়ক
দুধের বাটিতে লাল পিঁপড়ের সাড়াহীন লংমার্চ।
চোখ চিরে কান্না, শামুকের মাংস মোচন সৌভাগ্য...
বাগানে অজস্র স্তনের ঝুড়ি, সুড়ঙ্গ, শিশ্ন
তোমাকে কাছে পেয়ে সমুদ্রও কেঁপেছে প্রতিবার
আমি তো সামান্য এক অশ্রু ফোটা।