আজ একটা বিড়াল আমার দিকে তাকিয়ে ছিলো স্থির দৃষ্টিতে
আমার প্রেমিকা বলে আমার চোখদুটো নাকি বিড়ালের মতো
কিন্তু আমাদের চোখাচোখি যেন শত্রুতা,
তাহলে বিড়াল বিড়ালের শত্রু
মানুষ মানুষের
আগুন আগুনের।
বিড়ালটা আমার কথা জানে না
বিড়ালটা আমার প্রেমিকার কথাও জানে না
তবুও আমার প্রতি রাগ হওয়াটা তার স্বাভাবিক
ওর তিনকূলে কেউ নেই।
ও কাঁদছে। বসে আছে জানলার শিক ধরে,
একসময় হয়তো কান্না থেমে যাবে
তবু আজ --ও বলবে
কান্না হোক, কান্না হোক কান্না হোক
আমার জমিতে জল নেই একফোঁটা।