বাবা, সংসার চালানোর তাড়নায়
রক্ত বিক্রি করে বাড়ি ফিরে মাঝরাতে।
মা, মরুভূমির উট
খালিপায়ে ঘুরে বেড়ায় দ্বিকবিদিক।
আমি, শালা, অকেজো- খচ্ছর
একপাও হাটি না
"কবিতা লিখি"
কবে বাবার রক্ত শুকিয়ে যাবে
কবে মায়ের পা যাবে পুড়ে।
এই বিশ্বাসে বাঁচি,
শুধু কবিই বেচেঁ থাকে
শালা, মরেও মরে না।