তুমি বিলি করে দিও ভালোবাসা,
আমার সমস্ত ঘর জুড়ে,
আমি ফেরি করে বেড়াবো তার আসলটুকুই,
নির্দয়, নিষ্প্রাণ এই শহরে....
এ শহর জানে না, প্রেমের গভীরতা
এ শহর বোঝে না মানবতা,
এ শহর সাজায় কেবল স্বার্থের আয়োজন
তোমার ভালোবাসা টুকু, এ শহরে খুব প্রয়োজন।
এ শহরের যুবতীগুলো বাধতে পারে না চুল,
অথচ তোমার নিপুন খোপায়, গুজেছি আমি ফুল।
এ শহরের প্রেমিক যুগল, জ্যোৎস্না মাখে না গায়,
এ শহরটা অবাক ভীষণ, প্রেম খোঁজে বিছানায়!
এ শহরের ভাবভালোবাসা, কবেই গিয়েছে মরে,
তোমার আমার প্রেমটুকুই নাহয়, নামুক শহর জুড়ে।
রঙীন সাজের প্রেমটুকু আজ, নামুক সকল ঘরে
নতুন স্বপ্ন হাতছানি দিক, প্রেমহীন এ শহরে।