একদিন সব ব্যস্ততা কেটে যাবে,
অফিসের ঝাড়ি ঝুড়ি একদিন হাড়িয়ে যাবে
নিয়ন আলোগুলো সেদিন হয়ে যাবে ফ্যাকাশে,
সহস্র তারকার খেলা শেষে মেঘ জমবে আকাশে।
একদিন আর আশারা রইবে না হৃদয়ের গহীনে,
পাখিরা অন্য ভাষায় সুর দেবে নতুন কোনো গানে।
একদিন সুর্য্যের প্রখরতায় আর মাপা হবে না শিহরণ,
একদিন সব সুখের উপর পড়বে বেদনার আবরণ।
একদিন হৃদয়ে লেখা শত কথাগুলো যাবে মুছে,
সেদিন প্রিয় মানুষগুলো ফিরবে, যারা ফেলে চলে গেছে
একদিন বার্ধক্যের সাথে হবে বন্ধুত্ব
সেদিন চলে এসো প্রিয়, আমার দরজা উন্মুক্ত।
একদিন ভালোবাসা, হাড়াবে তার ভাষা,
সেদিন মনের দরজায় হবে, বহু প্রেমিকার যাওয়া আসা।
একদিন বৃষ্টি হাড়াবে তার জল,
সেদিন ভিজবে না, ঘর বা গৃহ স্থল।
একদিন ভুলে যাবো জীবনের সব কথা,
সেদিন খুব বৃষ্টি নামবে, থাকবে না সাথে ছাতা।