** যবনিকা **
কলমে- ডঃ উৎপল গিরি

পূর্ণতা শূন্যের জোয়ারে ভাসে
চারিদিকে হাঃ হাঃ - কার
কাজ নাই, কাজ নাই!

জীবনের ফাগুন ক্ষমতা ও
লালসার আগুনে
ধীরে ধীরে হচ্ছে ছাই।

কাঁচের আলমারিতে
অঢেল খাবার
তবু, নাড়ী শুকছে মাত্র।

সম্মুখে মৃত পুত্র
পল্লবে অবিরাম জল
এ যেন নিত্য নতুন চিত্র।

তবু,  চাঁদ আছে;
আমি নেই- - - !