*বিবেকানন্দ*
✍️ ডঃ উৎপল গিরি
তরুণ সন্ন্যাসী, জ্ঞানের দীপ,
তাঁর বাণী যেন আশার স্নিপ।
ধ্যান আর কর্মে মানবের জয়,
তাঁর আলোয় মুছে অন্ধকার ভয়।
সেবা যেখানে, সেথায় তিনি,
গরিবের তরে প্রাণের ঋণী।
ধর্মে দিয়েছেন নতুন আভাস,
সত্যের পথেই জীবনের বাস।
তিনি বলেছিলেন, “মানুষই ধর্ম”,
মানবতায় খোঁজো ঈশ্বরের মর্ম।
সঙ্কীর্ণ চিন্তা ছুড়ে ফেলো দূর,
তাঁর বাণী যেন মুক্তির সুর।
তরুণ হৃদয়ে সাহসের গান,
তাঁর ডাকে জাগে নতুন প্রমাণ।
সাম্যের মন্ত্রে করো সৃষ্টি নব,
তাঁর পথে চললেই মিলবে সুবোধ।
আত্মশক্তি ধারণ করো তুমি,
তাঁর দেখানো পথে জাগুক ভূমি।
কর্মযোগেই সত্যের আরাধনা,
তাঁর আদর্শে বাঁধো আত্মবিস্মরণা।
বিবেকানন্দ এক আলোকধারা,
তাঁর জীবন যেন অমৃত সঞ্চারা।
তাঁর ডাকে আজও ওঠে কণ্ঠস্বর,
"মানবতার তরে, উঠুক জীবন কর।"
সত্য, কর্ম, ধ্যান, জীবনের মন্ত্র,
তাঁর বাণী আজও জ্ঞানের কেন্দ্র।
তাঁর পথ ধরে জ্বালো প্রজ্বলিত দীপ,
আলোকিত হবে শত হৃদয় নিরূপ।