*বিদ্যাসাগর*
✍️ উৎপল গিরি
অ আ ক খ বর্ণের স্রোত
বয়ে চলে সংস্কৃতির পরে ;
তোমার শেখানো সুবোধ আজও
লড়ে বাংলার ঘরে ঘরে।
তোমার চেতনা, তোমার উদারতা
মালা গাঁথা ওই বর্ণপরিচয় ;
বাংলার যুবক পথ চলে
হাতে দু'মুঠো জ্ঞানের সর্পচয়।
রাস্তার আলোয় পড়েও তুমি
জ্বেলেছিল জ্ঞানের আলো ;
বিধবাদের আবার বিবাহ দিয়ে
ঘুচিয়েছ মনের কালো।
তোমার জ্ঞানের অপার ক্ষমতা
ইংরেজ করেছে মাথা নত।
'বিদ্যাসাগর' উপাধিতে দিতে
'হিন্দু ল কমিটি ' হয়েছে সংযত।
স্ত্রী - শিক্ষা, নবজাগরণে-
মিটবে না তোমার ঋণ ;
২৬ শে সেপ্টেম্বর নত শিরে
জানাই 'শুভ জন্মদিন' ।