*তোমায় খুঁজি*

নিজেকে খুঁজি ভিড়ের মাঝে,  
স্বপ্ন যেন ছুটে আসে সাজে।  
অচেনা মুখের ভিড়ে মিশে,  
নিজের ছায়া খুঁজে ফিরি নিশে।  

সকাল সাঁঝের রঙিন পথে,  
মনের প্রশ্ন থামে কার হাতে?
গানের সুরে দিন ফুরায়,  
অচেনা কিছু মনে দোলায়।  

আলোর মাঝে অন্ধকার দেখি,  
তোমার ছোঁয়া যেন হারিয়ে বেঁচি।  
তোমার মাঝে আমি নিজেকে পাই,  
হৃদয়জুড়ে শুধু তোমারই ঠাঁই।